Tuesday, September 30, 2025
spot_img
Homeএসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে মোদি সরকার, আসছে নয়া নির্দেশিকা

এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে মোদি সরকার, আসছে নয়া নির্দেশিকা

কলকাতা: প্রতিবছর একটু একটু করে জ্বলতে শুরু করছে পৃথিবী। গরমে হাঁসফাঁস করা নাগরিকদের ভরসা হয়ে উঠেছে এসি মেশিন। গ্রীষ্ম এলেই সারা দেশে এসি কেনার হিড়িক পড়ে যায়। কিন্তু এবার সেই এসি ব্যবহারের উপরই রাশ টানতে চায় কেন্দ্রীয় সরকার।

তাপমাত্রা অনুযায়ী ইচ্ছেমতো এসি চালানোর যুগ হয়তো এবার শেষ হতে চলেছে। কেন্দ্রের ভাবনা, এবার থেকে সব ব্যবহারকারী যেন এক নির্দিষ্ট সীমার মধ্যেই এসি ব্যবহার করেন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসির তাপমাত্রা সর্বনিম্ন ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। এর বাইরে আর নয়।

শক্তি মন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, “অত্যন্ত কম তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের অপচয় হয়। আবার কেউ কেউ অতিরিক্ত ঠান্ডায় অসুস্থও হয়ে পড়েন। তাই দেশজুড়ে সমতা আনতেই এই উদ্যোগ। এতে বিদ্যুৎ খরচ যেমন কমবে, তেমনই পরিবেশও বাঁচবে।”

এই লক্ষ্যে আলোচনা চলছে এসি প্রস্তুতকারক সংস্থা, গাড়ি নির্মাতা ও বিভিন্ন মন্ত্রকের সঙ্গে। পাশাপাশি, শক্তি মন্ত্রকের অধীনে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) একটি নির্দেশিকা তৈরির কাজ করছে, যেখানে এসির তাপমাত্রা ২০ থেকে ২৮ ডিগ্রির মধ্যে রাখতে বলা হবে।

তবে কিছু রাজ্যের তরফে আর্দ্রতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিশেষ ছাড়ের আবেদন এসেছে, যা নিয়েও ভাবনাচিন্তা চলছে। শেষ দফার বৈঠকের পরেই কেন্দ্র নির্দেশিকা জারি করবে বলে জানা গেছে।

এই নিয়ম কার্যকর হলে আর কেউ চাইলে ১৬ ডিগ্রিতে এসি চালাতে পারবেন না। আবার ৩০ ডিগ্রি তাপমাত্রাতেও চালানো যাবে না এসি। শুধু ঘরের নয়, গাড়ির এসিতেও এই নিয়ম বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

পরিবেশরক্ষা, বিদ্যুৎ সাশ্রয় এবং সুস্থ ব্যবহার—এই তিন লক্ষ্যেই এসির উপর এই ঐতিহাসিক নিয়ন্ত্রণ আনতে চলেছে কেন্দ্র। এই নিয়ম কার্যকর হলে দেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News